রাজনগরে ডাকাতি : ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট গুলিবিদ্ধসহ আহত ৪

Friday, December 27, 2013

আমাদের সিলেট ডটকম:

রাজনগর উপজেলার ৮ নং মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহকর্তার দাবী ডাকাতদল ১৫ ভরি স্বর্নালংকার, নগদ টাকা, ৩টি মোবাইল সেটসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. সাদিকুর রহমানের বাড়িতে তারা হানা দেয়। ঘটনার সময় ডাকাতের ছোড়া গুলিতে সমছু মিয়া (৫০) নামে একজন মারাত্বক আহত হয়েছেন তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদিকুর রহমান জানান, অসুস্থতা জনিত কারণে সম্প্রতি তার অপারেশন হওয়ায় ডাক্তার তাকে সম্পূর্ন বিশ্রামের পরামর্শ দেন। প্রতিদিনের মত রাত দেড়টা পর্যন- টেলিভিশনে খবর দেখে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় ২টার সময় ১০/১২ জনের একদল ডাকাত ঘরের কলাপসেবুল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দ্রুত সবাইকে বেঁধে ফেলে। এ সময় ভয়ে চিৎকার দিলে ডাকতরা বন্দুক কুকের দিকে তাক করে মেরে ফেলার হুমকি দেয় এবং রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে চেয়ারম্যানসহ সকলকে মারপিট শুরু করে। চিৎকার শুনে পাশের বাড়ির সমছু মিয়া এগিয়ে এলে ডাকাতরা তাকে গুলি করে। এ সময় সমছু মিয়ার ডান চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে।

তিনি জানান, ডাকাতরা এসময় ১৫ ভরি স্বর্নালংকার, নগদ দেড় লক্ষ টাকা, ৩টি বিদেশী মোবাইল সেটসহ, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অন্যান্যদের মধ্যে আহত হন মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন সাদিকুর রহমান (৫২), তাদরুল ইসলাম (৩২) ও কাজল মিয়া (৩৫) তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার পরদিন স্থানীয় এমপি সৈয়দ মহসিন আলী, এডিশনাল এসপি মাসুদ আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মছব্বির মিয়া, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী আছকির খান, রাজনগর থানার ওসি কামরুল হাসান সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস’ল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই হিল্লোল জানান, এডিশনাল এসপি মহোদয় সহ পুলিশ ঘটনাস’ল পরিদশন করেছে। মামলার প্রস’তি চলছে। তদন- সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License