আমাদের সিলেট ডটকম:
বালাগঞ্জে দুটি দোকানে দুঃসাহসিক চুরি ঘটনায় হাতেনাতে মালামাল উদ্বারসহ ২ চোরকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ২চোরের রাজনৈতিক পরিচয়ে এলাকায় তোড়পাড় চলছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত সোমবার রাতে জেসি কম্পিউটার মঙ্গলবার সুপার ভেরাইটিজ ষ্টোরে অভিনব ভাবে চুরি করে দোকানের মালামাল নিয়ে যায় চোররা। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ উভয় স্থানটি পরিদর্শন করে। এ ব্যাপারে জেসি কম্পিউটার জাহেদুল হক সাজু ও সুপার ভেরাইটিজ স্টোরের নানু মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দাখিল করেছে।
গত বুধবার বালাগঞ্জ থানার ওসি আব্দুছ ছালেক এর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলা কমপ্লেক্য্র এ আব্দুল্লাহ কনাই মোল্লার বাসার সামনে সিএনজি অটোরিক্সা (সিলেট থ-১১৪৪৭২) চুরি হয়ে যাওয়া উভয় দোকানের মালামাল নিয়ে যাবার প্রস’তি কালে সিএনজি সহ আটক করে পুলিশ।
স্থানীয় আবুল লেইছ এর ছেলে চালক সুলতান মিয়া, তার চাচাতো ভাই কনাই মোল্লার ছেলে রাজা মিয়াকে আটক করে বালাগঞ্জ থানায় নিয়ে আসে। রাজা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী চানপুর গ্রামের হারুন মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সন্ধ্যার দিকে উপজেলা কমপ্লেক্য্র থেকে মতিলাল দে ছেলে সত্যজিত দে কৃষ্ণ কে আটক করে বালাগঞ্জ থানা পুলিশ।
বালাগঞ্জ থানার ওসি আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুটি দোকান চুরি হওয়ায় আমারা আমাদের সোর্স দিয়ে খোঁজ খবর রাখতে থাকি। যার কারণে এলাকাবাসীর সহযোগীতায় এদের গ্রেফতার করে কম্পিউটার, মোবাইল, মালামাল সহ সিএনজি আটক করা হয়। মামলা নেয়া হয়েছে। রাজা মিয়া হল বালাগঞ্জ থানা বিএনপির সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ কনাই মোল্ল্লার ছেলে। মোস্তাফিজুর রহমান মুন্না হল বালাগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির আলীর ভাতিজা।
বালাগঞ্জে চুরির যাওয়া মালামাল উদ্ধার গ্রেফতারকৃত ২ চোরের রাজনৈতিক পরিচয়ে এলাকায় তোড়পাড়
Friday, December 27, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment