সিলেটে পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনও শান্তিপূর্ণ

Sunday, December 22, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট মহানগর ১৮ দলীয় জোটের আহবায়ক এমএ হক বলেছেন,শেখ হাসিনার সরকার ক্ষমতার লোভে স্বীয় ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখছে। মানুষের অধিকার হরণ করে একতরফা নির্বাচনের পায়তারা করছে। শেখ হাসিনার দুঃস্বপ্নের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন যদি নির্বাচন হয়ে যায় তাহলে নির্বাচনকারীদের পিটের চামড়া জনগন তুলে নেবে। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

তিনি আজ ১৮ দলের অবরোধ চলাকালে কদমতলী পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮দলীয় জোটের টানা ৮৩ ঘন্টা সড়ক, নৌ ও রেলপথ অবরোধের দ্বিতীয় দিনে সকালে কদমতলীস্থ মুক্তিযোদ্ধা পয়েন্টে মিছিল ও সমাবেশ করে ১৮দল। মুক্তিযোদ্ধা চত্বর, হুমায়ুন রশীদ চত্বর সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে কদমতলী পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জামায়াত নেতা ফখরুল ইসলাম, সালেহ আহমদ খসরু, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, তাজরুল ইসলাম তাজুল, এমদাদ হোসেন, ফয়সল আহমদ, যুবদল নেতা মামুনুর রশীদ মামুন, ছাত্রদল দল নেতা সৈয়দ সাফেক মাহবুব, আহমেদ ফয়েজ, সালেহ আহমদ, লোকমান আহমদ, জাহেদ তালুকদার, মির্জা সম্রাট প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License