কোম্পানীগঞ্জে আ‘লীগের দুই গ্রুপে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলা দুটি রেকর্ড করেছে কোম্পানীগঞ্জ থানা। উভয় মামলাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালাকে প্রধান আসামী করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গত রাতে আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার করা হয়েছিল আরো ৩ জনকে।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নিহত নূরুল আমিনের বড় ভাই নূর আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, আওয়ামী লীগ নেতা এলাইছ মেম্বারসহ অর্ধ শতাধিক লোককে।
অপরদিকে হরমুজ আলী নিহতের ঘটনায় তার চাচাতো ভাইয়ের ছেলে আব্দুল আলী অপর মামলাটি করেন। ওই মামলায় আফতাব আলী কালা মিয়াকে প্রধান আসামী করে ৩৮ জনের নাম উলেৱখ করা হয়েছে। এজহারনামীয় অন্য আসামিরা হলেন- এলাইছ মেম্বার, চান মিয়া, র্বমান, সাহান, শামীম, সেলিম, আজিম, মাসুদ রানা, বাদশাহ, সোহেল, জাহান, রিপন প্রমুখ।
উলেৱখ্য, ভোলাগঞ্জ পাথর কোয়ারীর সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও আওয়ামী লীগ কর্মী আব্দুল আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। নূর্বল আমিন ও হরমুজ আলী নিহত হন। আফতাব আলী কালা মিয়ার লোকজন ঘরে ঢুকে গুলি করে নূর্বল আমিনকে হত্যা করে।
কোম্পানীগঞ্জে ২ জন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের
Wednesday, November 13, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment