বানিয়াচংয়ে গৃহবধূ শিবলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে গৃহবধূ শিবলী আক্তারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার ১৬ নভেম্বর বিকেলে শহীদ মিনারের সামনের রাস্তার দুপাশে দাঁড়িয়ে এলাকার কয়েকশ নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নিহত শিবলী আক্তারের মা মাকমিনা আক্তার, বাবা কামাল উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা আঙ্গুর মিয়া, শেখের মহল্লা গ্রামের সর্দার মুত্তাকিন বিশ্বাস, হাজেরা বেগম, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল হক মামুন, বানিয়াচং সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আবু সালেহ আহমদ, জাসাস সভাপতি এ. কে আজাদ, ফ্রেন্ডস ইয়াং সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মছরুর আহমেদ, কৃষক দল সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, ছাত্রদল নেতা সালাউদ্দিন ফয়সল প্রমুখ।
৪ নভেম্বর বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণপাড়া গ্রামের বাসিক মিয়ার স্ত্রী এক সন্তানের জননী শিবলী আক্তারের (২০) ঝুলন্ত লাশ পুলিশ তার স্বামীর বাড়ির নিকটবর্তী আমগাছ থেকে উদ্ধার করে। এসময় স্বামী-শ্বাশুড়িসহ পরিবারের সবাই পলাতক ছিল। ঘটনার পরদিন শিবলী আক্তারের পিতা কামাল উদ্দিন বাদি হয়ে স্বামী বাসিক মিয়াসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে হত্যামামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি।
No comments:
Post a Comment