সিলেটে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ ॥ আ. লীগের হরতাল বিরোধী মিছিল
নিজস্ব প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টার হরতালের দ্বিতীয়দিন সোমবার ১১ নভেম্বর সিলেট মহানগরীতে পুলিশের সাথে হরতাল সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
দুপুরে বন্দরবাজার এলারকায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ তাদের বাধা দিলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ গুলি চালায়। তবে এতে হতাহত হয়নি।
প্রায় আধাঘন্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে।
এদিকে সকাল থেকে মহানগরীতে রিক্সা ও সিএনজি অটোরিক্সা চলাচল করছে; কিন্তু ভারী যানবাহন চলছেনা। ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে ১৮ দলের হরতালকে প্রত্যাখ্যান করে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ। দুপুরে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে এই মিছিল বের হয়।
পরে কোর্ট পয়েন্টে এক সমাবেশ করা হয়। এ সময় আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
No comments:
Post a Comment