সমঝোতা বৈঠকে কেন্দ্রীয়ভাবে প্রত্যাহারের পরও দিনাজপুরে সাড়ে ৩ ঘণ্টা পরিবহন ধর্মঘট
তনুজা শারমিন তনু, দিনাজপুর : রংপুর বিভাগে ডাকা ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট কেন্দ্রীয়ভাবে প্রত্যাহার করা হলেও শ্রমিক নেতাদের উদাসিনতা ও খামখেয়ালিপনার কারণে দিনাজপুরে বৃহস্পতিবার ১৪ নভেম্বর সাড়ে ৩ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালিত হয়েছে।
কেন্দ্রীয় সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্টাদের না জানানোয় এবং প্রচার না করার কারণে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দিনাজপুরের সকল রুটে বন্ধ ছিলো বাস, ট্রাক, ট্যাংকলরি ও মাইক্রেবাসসহ সকল প্রকার দূরপাল্লার যান চলাচল। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়ে।
পরে সাংবাদিকদের অনুযোগের ফলে সকাল সাড়ে ৯টার পর কেন্দ্রীয়ভাবে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা মাইকিং করে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ। একই সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিটি উপজেলায় শ্রমিক নেতাদের জানিয়ে দেয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উত্তরাঞ্চলীয় কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে রংপুর বিভাগের ৮ জেলার ৫৬টি রুটে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন; কিন্তু কেন্দ্রীয়ভাবে প্রশাসনের সাথে সমঝোতা বৈঠকের পর তা প্রত্যাহার করে নেয়া হয়।
No comments:
Post a Comment