যুগান্তর,ঢাকা: পদত্যাগপত্র জমা দিয়েও যেসব মন্ত্রী দায়িত্বে রয়েছেন তাদের পদের বৈধতা চ্যালেঞ্জ করতে আদালতে যাওয়ার চিন্তা করছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ একথা জানান।
রিজভী বলেন, মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র প্রদান করলে মন্ত্রীর পদ শূন্য হবে। দেশের সংবিধান বিষেশজ্ঞরা এ কথা বলেছেন। এ নিয়ে আমরা আদালতে যাবো। তিনি বলেন, কেবিনেট সেক্রেটারি ব্রিফিং করে জানিয়েছেন মন্ত্রীদের পদত্যাগের কথা, অথচ মন্ত্রীরা দায়িত্বে রয়েছেন। এটা সম্পূর্ণ সংবিধানের লঙ্ঘন। তারা যদি গাড়িতে পতাকা উড়ায় তা হবে সম্পূর্ণরূপে জাতীয় পতাকার অসম্মান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের নামে ভন্ডামি করছেন বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন হচ্ছে- তা দমন করতে দলীয় নেতাকর্মীদের শারীরিক ও মানষিক নির্যাতন চালাচ্ছে।
মন্ত্রীদের বৈধতা চ্যালেঞ্জে আদালতে যাবে বিএনপি
Tuesday, November 12, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment