সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের পাশপাশি ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সবাইকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারে কর্মরত ইউএনও মো. শহিদুল ইসলাম চৌধুরী। সম্প্রতি সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি তাকে এই মনোনয়ন প্রদান করে।
এদিকে শহিদুল ইসলাম চৌধুরী জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ায় বিয়ানীবাজারের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর পেশাগত জীবনের সফলতা কামনা করেছেন।
উল্লেখ্য, মো. শহিদুল ইসলাম চৌধুরী ২০১২ সালের ৭ নভেম্বর বিয়ানীবাজার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সুনামগঞ্জ সদর উপজেলায় নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্কলারশীপ নিয়ে বৃটেনের ইউনিভার্সিটি অব গ্রীনিচ হতে ‘আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাঁর বাড়ি নরসিংদী জেলায়।
বিয়ানীবাজার উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকে এতদ্বঞ্চলের শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, আইনশৃঙ্খলা উন্নয়নসহ আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন শহিদুল ইসলাম চৌধুরী। সিলেট জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ার পর গতকাল মঙ্গলবার তিনি তাঁর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন। এ সময় তিনি প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলাকে একটি মডেল উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, কেবল শিক্ষার মাধ্যমেই দেশের বিপুল জনগোষ্ঠিকে দক্ষমানব সম্পদে রূপান্তরিত করে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা সম্ভব। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের যুগোপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। শিক্ষাক্ষেত্রে বিয়ানীবাজার যথেষ্ট অগ্রসর হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ফলে এতদ্বঞ্চলের শিক্ষা-সামাজিক, সংস্কৃতির পরিবেশ আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে অনেক উন্নত এবং সমৃদ্ধ হয়েছে। ইতোমধ্যে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুকে ভর্তি করানো সম্ভব হয়েছে।
জেলার শ্রেষ্ঠ ইউএনও শহিদুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও যোগ্য নেতৃত্বে এখানে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে তা অবিস্মরণীয়। তিনি বলেন, শিক্ষামন্ত্রী মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে বিয়ানীবাজার সরকারি কলেজে ৫ বিষয়ে অনার্স কোর্স চালুসহ দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও উপজেলার ১৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যে ১০১ টি বিদ্যালয়ে সম্পূর্ণ নতুন ভবন নির্মিত হয়েছে এবং আরো কিছু ভবন নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া স্কুল-কলেজ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামো উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন সাধন সম্ভব হয়েছে।
ইউএনও শহিদুল চৌধুরী আরও বলেন, শিক্ষামন্ত্রী মহোদয়ের নিরলস প্রচেষ্টা ও সরাসরি হস্তক্ষেপের ফলে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী সরবরাহ, বিদ্যালয়ের স্যানিটেশন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ, উপবৃত্তি চালু, স্কুল ফিডিং কার্যক্রম চালু, শিক্ষক নিয়োগ, দপ্তরী নিয়োগ, দেশে বিদেশে শিক্ষকদের নিবিড় ট্রেনিং, ডিজিটাল কন্টেন্ট তৈরীর মাধ্যমে ক্লাস রুমে শিক্ষাদান, বিদ্যালয় সমূহে মডেম বিতরণসহ নানামুখি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলমান এ কার্যক্রমকে গতিশীল রাখতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
No comments:
Post a Comment