সুজনের গোলটেবিল বৈঠকে বক্তারা – সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে

Saturday, November 16, 2013

আমাদের সিলেট ডটকম:

‘সকল রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে সরকার ও বিরোধী দলের আন-রিকতার অভাব রয়েছে।’

শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন : নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক বিভাগীয় গোলটেবিল বেঠকে বক্তারা এসব কথা বলেন।

সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা গণতন্ত্রী পাটির্র সভাপতি ব্যারিস্টার আরশ আলী, শিক্ষাবীদ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহসহ সিলেটের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License