অস্ত্রোপচারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মিছির মিয়ার বাম পা’ কেটে ফেলতে হয়েছে

Friday, November 15, 2013

অস্ত্রোপচারের মাধ্যমে ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরস্থ কমলপুর সাব-সেক্টরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মোঃ সিরাজুল ইসলাম ছুরুকীর পিতা, বৃহত্তর সিলেটের কৃতীসন্তান আলহাজ্ব মোঃ মিছির মিয়ার বাম পা’য়ের হাঁটুর নীচ থেকে কেটে ফেলা হয়েছে।

গত মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাঁর শরীরে এ অস্ত্রোপচার করেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও সেপটিক জাতীয় বিভিন্ন কঠিন রোগে ভূগছিলেন। সম্প্রতি তাঁর বাম পায়ে আঘাতজনিত কারণে পচন ধরলে একপর্যায়ে পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যায়। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে চিকিৎসকরা শেষপর্যন্ত পা’ কেটে ফেলতে বাধ্য হন।

এদিকে, শিৰামন্ত্রী নুর্বল ইসলাম নাহিদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সিটি কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাজ্জাদুর রহমান আলতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিকন্দর আলী, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ হাছিন আহমদ মিন্টু, জেলা যুবলীগ নেতা শাহীনুর রহমান শাহীন ও পাপ্পু আহমদ, মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল, অন্যতম সদস্য তারেক আহমদ, আসাদ উদ্দিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজির উদ্দিন, প্রকাশনা সম্পাদক আব্দুল বাছির র্বম্মান, অন্যতম নেতা শাহ মওদুদ আহমদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সিলেট বিভাগীয় সমন্বয়ক মনোজ কপালী মিন্টু প্রমুখ নেতৃবৃন্দ চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মিছির মিয়াকে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তাদেরকে স্বাগত জানান হাসপাতালের উপ-পরিচালক ডাঃ ইহতেশামুল হক দুলাল। নেতৃবৃন্দের সাথে ছিলেন অসুস’ মুক্তিযোদ্ধার ছেলে মাওলানা গাজী মোঃ সিরাজুল ইসলাম ছুর্বকী। নেতৃবৃন্দ তাঁর শয্যাপাশে কিছুসময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। তারা বীর মুক্তিযোদ্ধার আশু সুস’তাও কামনা করেন।-বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License