মানবজমিন : আগামী দু’এক দিনের মধ্যে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, দুই জোটের অভিশাপ থেকে মানুষ মুক্তি চায়। দেশকে দুই দলের রাহুমুক্ত করতে হবে। এজন্য আমি আমৃত্যু লড়ে যাবে। আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনে সব দল না এলে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। গতরাতে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বঙ্গবীর কাদের সিদ্দিকী ও আসম রবের সঙ্গে বৈঠক করেন এরশাদ। ওই বৈঠকে নতুন রাজনৈতিক জোট গঠনের বিষয়ে আলোচনা হয়। জাতীয় পার্টির সূত্র জানিয়েছে, এর বাইরেও গণফোরাম কয়েকটি ইসলামী দলকেও ওই জোটে রাখার চেষ্টা হচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment