জমকালো আয়োজনে সিলেটসহ সারাদেশে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Monday, November 11, 2013

জমকালো আয়োজনে সিলেটসহ সারাদেশে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


altaltতৃতীয় বছর সফলতার সঙ্গে পার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভি সোমবার ১১ নভেম্বর চতুর্থ বর্ষে পদার্পণ করলো। এ উপলক্ষে সিলেটসহ সারাদেশে জমকালো অনুষ্ঠানের আযোজন করা হয়।


রাজধানীর মিরপুরে অবস্থিত মোহনা টিভির কার্যালয়ে দিনব্যাপী আনন্দ আয়োজন, মিষ্টিমুখ ও কেককাটার অয়োজন করা হয়। কেক কেটে নতুন বছরে পদাপর্ণের আনুষ্ঠানিক সুচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, মোহনা টিভির চেয়ারম্যান সাংসদ কামাল আহাম্মেদ মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহাম্মেদ মজুমদার। এসময় অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।


জন্মদিন উপলক্ষে মোহনা টিভি কার্যালয় ও আশপাশের এলাকা সেজেছিল বর্ণিল সাজে। সকাল থেকেই শুভেচ্ছা জানাতে মোহনা টিভি কার্যালয়ে ভিড় করেন শুভানুধ্যায়ীরা। রাত পর্যন্ত রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। এছাড়া দিনব্যপী বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়।


সিলেটে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরে মহানগরীর পশ্চিম জিন্দবাজারের ফরিদ প্লাজায় ইলেক্ট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কেক কাটেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, মোহনা টিভির পরিচালক ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মোমিন চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি আল-আজাদ ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License