ইনজুরি এড়িয়ে টানা খেলে যাওয়ায় দারুণ একটা পারদর্শিতা ছিল লিওনেল মেসির। কিন্তু ইদানীং যেন এই ঘাতকের সঙ্গে আর পেরে উঠছেন না বার্সেলোনার আর্জেন্টাইন এই সুপারস্টার। চলতি মৌসুমে তৃতীয়বারের মতো তাঁকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে ইনজুরি, যার জন্য প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে আবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি।
বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশি ছিড়ে গেছে বার্সেলোনার সবচেয়ে বড় এ তারকারা। সোমবার বার্সেলোনার ওয়েবসাইটে দলটির চিকিৎসক দল নিশ্চিত করেছে, মেসির বাম উরুতে পেশি (হ্যামস্ট্রিং) ছিড়ে গেছে। আবার মাঠে ফিরতে চারবারের বিশ্ব সেরা ফুটবলারকে সাত থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
পায়ের আঘাত একটু বেশি হওয়ায় কমপক্ষে ৭/৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে দলটির চিকিৎসক দল।
এ দুর্ভাগ্যের শুরু অবশ্য গত মৌসুমেই। এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছিল তাঁকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাকি মৌসুমটুকু কাটিয়ে দিলেও এ মৌসুমের শুরু থেকেই তাঁর পিছু নিয়েছে দুর্ভাগ্য। আগস্টে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সুপার কাপের ম্যাচেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এরপর সেপ্টেম্বরে আবার আলমেইরার বিপক্ষে খেলতে নেমে ঊরুতে চোট পাওয়ায় মাঠের বাইরে কাটাতে হয়েছিল কয়েক সপ্তাহ। সে ধাক্কা সামলে কেবল নিজেকে ফিরে পেতে শুরু করেছেন যখন, তখনই আবার নতুন চোট!
রোববার রিয়াল বেতিসের বিপক্ষে চোটের কারণে প্রথমার্ধের শুরুর দিকেই মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। চলতি মৌসুমে এটি ছিল মেসির ১৬তম ম্যাচ। সব মিলিয়ে ১৪ গোল করেছেন এই ফুটবল জাদুকর
No comments:
Post a Comment