গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ২

Thursday, November 14, 2013

গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন, এ সময় ২জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে বৃটিশ আইডিয়াল স্কুলের সামনে সিলেটগামী একটি ট্রাক (সিলেট ড ১১-২২৩৫) ও ভাদেশ্বরগামী সিএনজি অটোরিক্সা (সিলেট থ ১১-২২৫৪) মুখোমুখী সংঘর্ষে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আরও ২ জন আহত হন বলে জানা যায়। নিহত ব্যক্তি উপজেলার বাদেপাশা ইউনিয়নের সুপাটেক গ্রামের মৃত পিয়ারী মোহন দাশের পুত্র কুলিন্দ্র কুমার দাশ(৬০) বলে তার আত্মীয়-স্বজন জানান। আহত ব্যক্তিদ্বয় হচ্ছেন- সিএনজি চালক ভাদেশ্বর এলাকার আলাউদ্দিন ও রাজশাহি চাপাইনবাবগঞ্জের বকুল আহমদ।


সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জামাল আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License