বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ॥ তার সমস্ত আন্দোলন সহিংস : অর্থমন্ত্রী
মৌলভীবাজার প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির আর তার সমস্ত আন্দোলন সহিংস। তাই এই আন্দোলন প্রতিরোধ করতে হবে।
তিনি আরো বলেছেন, পদত্যাগ হয় যখন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেয়া হয়। আমরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেইনি।
অর্থমন্ত্রী গ্রামীণ ব্যাংক সম্বন্ধে বলেন, গ্রামীণ ব্যাংক একটি ভালো প্রতিষ্ঠান; কিন্তু ড. ইউনুসই এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে চান। তরে আমাদের জন্য তা করতে পারছেন না।
বুধবার ১৩ নভেম্বর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আগনসী গ্রামে প্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে হাজী মুজেফর ইসলামী দাখিল মাদ্রাসা ও ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।
No comments:
Post a Comment