এবার দিলি জয় করলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। ভারতের দিলি গলফ ক্লাবে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়ান ওপেনে চতুর্থ রাউন্ডে এসে খেই হারিয়ে ফেললেও শেষের দিকের দৃঢ়তায় জিতে নিলেন শ্রেষ্ঠের মুকুট। এর আগে দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা জিতেছিলেন এই বাংলাদেশি।
৭২ শটের খেলায় প্রথম তিন দিন সিদ্দিকুর যথাক্রমে খেলেছিলেন ৬৬, ৬৬ ও ৬৭ শট। সব মিলিয়ে তিন দিনে ‘পার’-এর চেয়ে ১৭ শট কম খেলেছিলেন। দুবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন চৌরাসিয়া তাঁর পিছু তাড়া করছিলেন ভালোমতোই। এর আগে বেশ কয়েকটি টুর্নামেন্টে এগিয়ে থেকেও চতুর্থ দিনে এসে গড়বড় করে ফেলার নজির ছিল সিদ্দিকুরের। আজও শেষ দিনে তুলনামূলক খারাপই খেলছেন। ৭৫টি শট লেগেছে তাঁর। পারের চেয়ে বেশি খেলেছেন তিনটি শট।
কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেন তিনিই। চার দিনে সব মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলেছেন তিনি। দ্বিতীয় হওয়া অনির্বাণ খেলেছেন ১৩টি কম শট। সব মিলিয়ে সিদ্দিকুর খেলেছেন ২৭৪টি শট, অনির্বাণ খেলেছেন একটি বেশি।
এই টুর্নামেন্ট জয়ের ফলে বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা জিতলেন সিদ্দিকুর।
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ গলফে খেলতে যাচ্ছেন সিদ্দিকুর। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ২১ থেকে ২৪ নভেম্বর এই প্রতিযোগিতা হবে।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এর আগে ১৪ থেকে ১৭ নভেম্বর মেলবোর্ন মাস্টার্স গলফ টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।
No comments:
Post a Comment