জগন্নাথপুরে আ’লীগ বিএনপির মিছিল নিয়ে সাময়িক উত্তেজনা

Monday, November 11, 2013

হরতালের দ্বিতীয় দিন সোমবার জগন্নাথপুর উপজেলার রাজপথ ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও প্রধান বিরোধীদল বিএনপির মিছিলে মিছিলে উত্তপ্ত ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দিনভর টান টান উত্তেজনা ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে নিবৃত্ত করে।


পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী নিয়ে দলীয় কার্যালয় থেকে বের হয়ে সিটি ব্যাংকের সামনে গেলে সেখানে উপজেলা বিএনপির একটি অংশ লে. কর্নেল অব. সৈয়দ আলী আহমদের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল শেষে পথসভা করছিল। পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবু হোরায়রা ছাদ মাস্টার, এডভোটকেট জিয়াউর রহিম শাহীন, কবির আহমদ প্রমুখ। এসময় বিএনপির ওই অংশ যুবলীগের র‌্যালী দেখে রাস্তার এক পাশে চলে গেলে র‌্যালীটি তাদেরকে অতিক্রম করে শহীদ মিনার হয়ে দলীয় কার্যালয়ে ফিরে যায়। পরে যুবলীগ ছাত্রলীগের ব্যনারে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে ফেরার পথে গুদামের ব্রিজ এলাকায় এলে সি/এ মার্কেটে থেকে পৌর পয়েন্টে আসার পথে বিএনপির আক্তার হোসেনর গ্র“পের মিছিলটিকে দেখে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মিছিলকারীরা গুদামের সামনের সড়কে অবস্থান নিয়ে মিছিল দিয়ে পথসভা করে। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন লালন, সাইফুল ইসলাম রিপন, দেলোয়ার হোসেন, মাছুম আহমদ, ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান সাফরোজ ইসলাম প্রমুখ। অপর দিকে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উত্তেজনা দেখা দেয়। তারা মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ এসে তাদেরকে বাধা দেয়। পরে মিছিলকারীরা সি/এ মার্কেট এলকায় পথসভা করেন। এসময় পুলিশের সাথে সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি মালেক খান ও উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেনর কথা কাটাকাটি হয়। উপজেলা বিএনপির সভাপতি পৌর মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুর রউফের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মালেক খান, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দ


িন শামীম প্রমুখ। আওয়ামীলীগ বিএনপির দু’পক্ষের মিছিলের উত্তেজনার সময় জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের ব্যনারে একটি মোটর সাইকেল শোডাউন করে হরতার বিরোধী মিছিল পৌর পয়েন্টের দিকে এগোতে থাকলে আবারও উত্তেজনার আশংকা দেখা দেয়। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলটি বিএনপি ও যুবলীগ ছাত্রলীগের মিছিলের পাশ দিয়ে পৌর পয়েন্টে চলে যায়। সেখানে পথ সভা করে। পৌর আওয়ামীলীগ নেতা শফিক আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মুজিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন, আব্দুল জব্বার, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, দিলদার হোসেন দিলা, পৌর আওয়ামীলীগ নেতা আবাব মিয়া, স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুহেল আহমদ প্রমুখ।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান জানান, পুলিশ অপ্রীতিকর ঘটনা নিয়নন্ত্রণে যা করার তাই করছে। চার পক্ষের মিছিলকে ঘিরে শহরে উত্তেজনা কিছু সময়ের জন্য থাকলেও এখন পরিস্থিতি শান্ত রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License