গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

Thursday, November 14, 2013

গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২৮৩তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, দারিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে ইসলামী ব্যাংক যে সব পদক্ষেপ গ্রহণ করেছে তা ইতিমধ্যে দেশে-বিদেশ প্রশংসিত হয়েছে। ইসলামী ব্যাংক আমানতদারিতা, সততা, বিশ্বস্থতা ও সুষ্ঠ পরিচালনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেশের শ্রেষ্ঠতম ব্যাংকের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছে। তিনি এ ব্যাংক প্রতিষ্ঠায় সিলেট অঞ্চলের উদ্যোগতাদের অবদানের কথা স্বীকার করে বলেন, তাদের শ্রমের বিনিময়ে আজ ইসলামী ব্যাংক এ পর্যায়ে পৌঁছাতে পেরেছে। তিনি বলেন, বাংলাদেশে অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি ইসলামী অর্থনীতিকে গতিশীল করতে আমরা যেভাবে কাজ করছি তাতে অভাবনীয় সফলতা অর্জিত হচ্ছে।


বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা সদরস্থ নুর ম্যানশন এ ইসলামী ব্যাংকের গোলাপগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিলেট অঞ্চলের জোনাল হেড মোহাম্মদ আব্দুর রহমান ব্যানার্জির সভাপতিত্বে ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ উদ্দিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. কামাল উদ্দিন জসিম। ব্যাংক কর্মকর্তা মেহের-ই খুদার পবিত্র কোনআর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, রণকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক হিরেন্দ্র কুমার চক্রবর্তী, পৌর কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সদস্য নকুল রাম মালাকার প্রমুখ।


অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের গোলাপগঞ্জ শাখা ব্যবস্থাপক কায়সার আহমদ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর ঢাকা ক্যাম্পাসের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আব্দুস সামাদ, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ নাসির উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License