প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে বিরোধী নেতা খালেদা জিয়া তাৎক্ষণিকভাবেই হরতাল প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। রাতে বিরোধী নেতার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সকালে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছি। সেখানে বিরোধীদলকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। বিরোধী নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি বলেছেন, বর্তমান সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই তিনি তাৎক্ষণিক হরতাল প্রত্যাহার করবেন। বঙ্গবীর বলেন, সরকারের মন্ত্রীরা পদত্যাগের যে নাটক করেছেন সেটা করার কোন দরকার ছিল না। এমনিতেই তাদের পদত্যাগ হয়ে যাওয়ার কথা। সাংবিধানিকভাবে গত ২৫শে অক্টোবরের পর থেকে বর্তমান সরকার স¤পূর্ণ অবৈধ। সাংবিধানিকভাবে এ সরকারের কোন বৈধতা নেই। সরকার এখন ইচ্ছা মত যা খুশি করছে, কিন্তু জনগণের কাছে মহাজোট সরকারকে একদিন দিতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী গাছের গোড়া কেটে আগায় পানি ঢালছেন। গাছের গোড়া কেটে দিলে গাছ আর দাঁড়িয়ে থাকতে পারে না। তাই তিনি যদি পদত্যাগ করেন তবে দেশের অন্তত ১২-১৩ কোটি মানুষের মুখে হাসি ফুটবে। তিনি বলেন, দেশের বর্তমান সঙ্কট উত্তরণে সকালের সংবাদ সম্মেলন থেকে প্রেসিডেন্টকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন। কিন্তু তিনি এখন পুরো জাতির প্রেসিডেন্ট। এ অবস্থায় তার মুখ বুজে বসে থাকার কথা নয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment