কানাইঘাট থানা পুলিশ গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে পলীবিদ্যুৎ সমিতির অফিসের সম্মুখ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ৬শত তেলাকুচি ও ৮টি শামুক ভাঙ্গা পাখি সহ ৪ পাখি বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সোহরাব হোসেন থানা প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ পাখি বিক্রেতাকে জনপ্রতি ১ হাজার টাকা করে জরিমানা করেন। উদ্ধারকৃত পাখিগুলো জনসম্মুখে নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অবমুক্ত করা হয়। রায় ঘোষনার পর জনপ্রতি ১ হাজার টাকা জরিমানা দিয়ে মুছলেকার মাধ্যমে পাখি বিক্রেতা জৈন্তাপুর উপজেলার সেনগ্রামের মছদ আলীর পুত্র বরকত উলাহ (৫৫), ছমছির আলীর পুত্র আলকাছ আলী (৩২), ফান্ডু গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে ইনছান আলী (৩২), জহির উদ্দিনের পুত্র জহির উদ্দিন (১৯) ছেড়ে দেওয়া হয়।
No comments:
Post a Comment