শীত না আসতেই হাকালুকি হাওরে বিষটোপে অতিথি পাখি নিধনযজ্ঞ শুরু হয়ে গেছে

Saturday, November 16, 2013

শীত না আসতেই হাকালুকি হাওরে বিষটোপে অতিথি পাখি নিধনযজ্ঞ শুরু হয়ে গেছে


altজালাল আহমদ, বড়লেখা : এখনো শীতকাল আসেনি। একটু একটু শীত অনুভূত হচ্ছে মাত্র। অথচ এর মধ্যেই এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে আসা অতিথি পাখি এক শ্রেণীর অসাধু শিকারি বিষটোপে নিধন করতে শুরু করে দিয়েছে।


অভিযোগ রয়েছে, বিলের পাহারাদারদের সাথে আঁতাত করে শিকারিরা অবাধে এসব অতিথি পাখি নিধন করছে।


১৩ নভেম্বর সকালে বিক্রির উদ্দেশ্যে নৌকাযোগে শহরে নিয়ে যাওয়ার সময় জুড়ী কন্ঠিনালা সেতুর নিচ থেকে ২৬টি মৃত লেঞ্জা (হাঁস জাতীয় অতিথি পাখি) পাখি উদ্ধার ও পাখি বহনকারী নৌকা জব্দ করা হয়।


জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও সিএনআরএসের ইসিএ ম্যানেজমেন্ট অফিসার নাজিম হোসেন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকাল ১১টায় কন্ঠিনালা সেতুর নিচে একটি নৌকা থেকে বস্তাভর্তি জবাই করা ২৬টি লেঞ্জা পাখি উদ্ধার করা হয়। তবে এ সময় যাত্রীবেশি পাখি শিকারি ছবির মিয়া, রমজান আলী ও মর্তুজ আলী পালিয়ে যায়।


পরিবেশ অধিদফতরের ন্যাশনাল রিসোর্স ম্যানেজমেন্ট অফিসার বশির আহমেদ জানান, পাখি শিকারিদের চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জার দেলোয়ার হোসেন বাদি হয়ে জুড়ী থানায় মামলা করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License