বেশি খেলা ভালো নয়, এরশাদকে বঙ্গবীর

Friday, November 15, 2013

নতুন বার্তা,টাঙ্গাইল: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ মহাজোট না ছাড়লে তার সঙ্গে কোনো জোট হবে না বলে জানিয়ে দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।এ সময় তিনি এরশাদকে ইঙ্গিত করে বলেন, “বেশি খেলা ভাল নয়, বেশি খেললে ডুবতে হবে।”


শুক্রবার সখিপুর উপজেলা মাঠে নির্দলীয় সরকারের দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।


বৃহস্পতিবার দুপুরে দলের বনানীর কার্যালয়ে এক ছাত্রসমাবেশে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানান, দুই-এক দিনের মধ্যে তিনি মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন। একই সঙ্গে দুই জোটের বাইরে অন্যান্য দল নিয়ে নতুন জোট গঠন করবেন।


এরশাদ জানান, দুই জোটের বাইরের দলগুলো নিয়ে নতুন জোট গঠিত হবে। জাতীয় পার্টিসহ সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেসিডি) ও কয়েকটি ইসলামি দল থাকবে এই জোটে।


কাদের সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে নির্বাচন হতে দেয়া হবে না। আমরা গোলাম হতে চাই না। এ দেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান কেউই নিরাপদ নয়।”


এ সময় গণজাগরণ মঞ্চের সমালোচনা করে তিনি বলেন, “শাপলা চত্বরে আলেম হত্যার বিচার একদিন হবে।”


১৫ নভেম্বর ৯৯ সালে সখিপুর-বাসাইল উপনির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতির প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।


মেজর মান্নান বলেন, “১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে প্রতারণা করেছে। এখন সমগ্র দেশের মানুষের সঙ্গে আবার প্রতারণার ষড়যন্ত্র করছে।”


আওয়ামী লীগ সরকার ৩০০ আসনের ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন আর বোকা নয়।”


জনসভায় বক্তারা বর্তমান সরকারকে আফ্রিকার মাগুর মাছের সঙ্গে তুলনা করে বলেন, যে মাছ প্রথমে অন্যজাতের মাছ খেয়ে ফেলে পরে নিজের জাতও খেয়ে ফেলে।


জনসভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাবেক আওয়ামী লীগ নেতা আবু হাসান চৌধুরী ও বঙ্গবীরের সহধর্মিনী নাসরিন সিদ্দিকী।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License