যুদ্ধাপরাধী মঈনুদ্দিনকে ফেরৎ পাঠাতে ব্রিটেনকে চাপ দেবে আইসিটি সাপোর্ট ফোরাম

Thursday, November 14, 2013

যুদ্ধাপরাধী মঈনুদ্দিনকে ফেরৎ পাঠাতে ব্রিটেনকে চাপ দেবে আইসিটি সাপোর্ট ফোরাম


altলন্ডন প্রতিনিধি : মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার নায়ক আলবদর চৌধুরী মঈনুদ্দিনকে ব্রিটেন থেকে দেশে ফেরৎ পাঠাতে ব্রিটিশ সরকারের উপর চাপ প্রয়োগে আইসিটি সাপোর্ট ফোরাম সিদ্ধান্ত নিয়েছে।


বুধবার ১৩ নভেম্বর ৭৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন মুসলিম এইডের ট্রাস্টি ও সাবেক সেক্রেটারি চৌধুরী মঈনুদ্দিনের ফাঁসির রায় হয়েছে। সে একজন দ্বৈত নাগরিক। এ কারণে অবশ্যই তাকে গ্রেফতার করে দ্রুত দেশে ফেরত পাঠাতে হবে। ব্রিটেন এর আগে আন্তর্জাতিক টেররিস্ট আবু কাদাদাকে জর্দানের কাছে ফেরৎ দিয়েছিল।


বক্তারা বলেন, চৌধুরী মঈনুদ্দিন ব্রিটেনে অবস্থান করে অব্যাহতভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। গণতান্ত্রিক দেশ ব্রিটেন সবসময় মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে। এছাড়া ব্রিটিশ সরকার নীতিগতভাবে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে সমর্থন করে।


বক্তারা বলেন, এই চিহ্নিত যুদ্ধাপরাধী নিজকে একজন ধর্মীয় নেতা হিসেবে পরিচিত করতে মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে ভিন্নখাতে প্রবাহিত করতে ব্রিটেনে বিভিন্ন নামে প্রতিষ্ঠা করেছে বেশ কয়েকটি জামাতি সংগঠন। এসব সংগঠন ব্রিটেনে জামায়াতে ইসলামীর হয়ে কাজ করছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License