হামলা ও হয়রানির বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান
নিজস্ব প্রতিবেদক : সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার সংবাদ সংগ্রহকালে গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও হয়রানির এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোর উপর অযাচিত আচরণের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের বৃহত্তর ঐক্যের আহবান জানিয়েছেন।
মঙ্গলবার ১২ নভেম্বর বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক যৌথসভায় এ আহবান জানানো হয়।
এতে অতিসম্প্রতি দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের বাসায় পুলিশি তল্লাশি, ভোরের কাগজ ও একাত্তর টিভির কার্যালয়ের সামনে বোমা হামলা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীকে নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
যৌথসভায় সিলেটে কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আলোচনাক্রমে আগামী কয়েকদিনের মধ্যে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেসক্লাব ফাউন্ডেশন, সিলেটের সভাপতি আল-আজাদের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের পরিচালনায় যৌথসভায় আলোচনায় অংশ নেন দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবদুল মুকিত, কোষাধ্যক্ষ চয়ন চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছামির মাহমুদ, নির্বাহী সদস্য সাত্তার আজাদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমদ বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সহ সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপিত এস. সূটন সিংহ।
No comments:
Post a Comment