দিনাজপুরে ট্রেনের নীচে পড়ে প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা ইসাহাক আলী
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর রেল স্টেশন সংলগ্ন লাইনে ট্রেনের নীচে কাটা পড়ে মুক্তিযোদ্ধা ইসাহাক আলী কাশি (৬৫) প্রাণ হারিয়েছেন।
শনিবার ১৬ নভেম্বর এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ইসাহাক আলী দিনাজপুর শহরের কসরা চাতরাপাড়া এলাকার অধিবাসী ছিলেন। বেলা ২টায় পায়ে হেঁটে রেল স্টেশন এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অসতর্কতাবশতঃ তিনি সেভেন আপ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
মুক্তিযুদ্ধে তিনি ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন বলে দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিক গজনবী জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
No comments:
Post a Comment