দেশের গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে : এম. এ হক
নিজস্ব প্রতিবেদক : ১৮ দলীয় জোটের সিলেট মহানগর আহবায়ক মহানগর বিএনপির সভাপতি এম. এ হক বলেছেন, আওয়ামী লীগের প্রধান ও অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ধোকা দিতে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি একদিকে বলছেন, মানুষ খুন হলে তার হৃদয় কেদে উঠে। অথচ তিনিই দেশে গণহত্যার নিকৃষ্ট নজির স্থাপন করেছেন। অন্যদিকে শেখ হাসিনা বলছেন তিন প্রধানমন্ত্রীত্ব চান না। আবার ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে গলাটিপে হত্যার ষড়যন্ত্র করছেন।
সোমবার ১১ নভেম্বর ১৮ দলীয় জোট আহুত টানা ৮৪ ঘন্টার হরতালের দ্বিতীয়দিন বিকালে মহানগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম. এ হক বলেন, একদিকে দেশের গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী মনোনয়ন বিতরণ শুরু করেছেন, যা আওয়ামী লীগের একদলীয় নির্বাচন আয়োজনের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।
১৮ দলীয় জোট সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এবং জোটের মহানগর সদস্য সচিব মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের মহানগর সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান খেলাফত মজলিসের মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, এলডিপির জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রূপা, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন প্রমুখ।
No comments:
Post a Comment