বাংলাদেশে রাজনৈতিক সংকট রাজনীতিবিদদেরই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে

Tuesday, November 12, 2013

বাংলাদেশে রাজনৈতিক সংকট রাজনীতিবিদদেরই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে


altলন্ডন প্রতিনিধি : ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এ্যানমেইন এমপি বলেছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট কোন ধরনের মধ্যস্থতা ছাড়া দেশের স্বার্থে রাজনীতিবিদদেরই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।


সোমবার ১১ নভেম্বর লন্ডন সময় বিকেল ৪টায় হাউস অব কমন্সের কমিটি কক্ষে আফটার রানা প্লাজা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এ্যানমেইন এমপি বলেন, সবধরনের সহিংসতা পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রাজনীতিবিদদের এখনই ঐকমত্যে আসা উচিত। ব্রিটেন বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।


কয়েক মাস পূর্বে সাভারে রানা প্লাজা দুর্ঘটনার পর অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা বাংলাদেশ পরিদর্শন শেষে এই রিপোর্ট প্রকাশ করেন।


৬৬ পৃষ্ঠার রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, গার্মেন্টস সেক্টরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। একই সাথে এই সেক্টরের জন্যে কয়েকটি সুপারিশও করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের আয়ের জন্যে একটি বড় খাত হলো গার্মেন্টস সেক্টর। এর জন্যে প্রয়োজন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। বর্তমান সরকার ও নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তাদের উচিত হবে এই সেক্টরের জন্যে একটি এ্যাকশন প্লান তৈরি করা। এছাড়া আন্তর্জাতিক মান বজায় রেখে একটি বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License