পাঁচ দিন পর গুলশানের কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।টানা ৮৪ ঘণ্টা হরতাল শেষ হওয়ার পর গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসা থেকে কার্যালয়ে যান তিনি।
এ সময়ে দলের সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাউয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ কার্যালয়ে ছিলেন।
গত পাঁচ দিন বাসা থেকে বের হননি বিএনপি চেয়ারপারসন। এর মধ্যে তার বাড়ির সামনে পুলিশ ও র্যাবের অবস্থান নিয়ে ব্যাপক আলোচনার হয়।
বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করতে কার্যালয়ের যান ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি প্রতিনিধি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে জিয়া পরিষদের নেতারাও দেখা করতে যান।
খালেদা জিয়া গত বৃহস্পতিবার সর্বশেষ গুলশানের কার্যালয়ে যান। সেদিন তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে রাত সাড়ে ১১টায় বাসায় ফেরেন।
No comments:
Post a Comment