হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Friday, November 15, 2013

আমাদের সিলেট ডটকম:

হবিগঞ্জের শায়েস্তানগঞ্জ ও মীরপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বিরতিহীন বাস শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকায় পিছন থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি বাসের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবলসহ চার জন নিহত হন।


খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনার পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর গ্রামের হানিফ উল্লার ছেলে পুলিশ কনস্টেবল জুবায়ের আহমেদ পাবেল (২৫), বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের সরবন্দর গ্রামের হিরা মিয়ার ছেলে আব্দুল হামিদ (৪৫), চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিন মিয়া (২৭) এবং আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।


ঘটনার পর থেকেই শায়েস্তাগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশ অবস্থান করছিল।


অপরদিকে বাহুবল উপজেলার মীরপুর-শ্রীমঙ্গল সড়কের রশিদপুরে তেলবাহী লরি-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাহুবল উপজেলার চারিগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশা চালক নুরুল হক (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে অটোরিকশা যাত্রী বাচ্চু মিয়া (৩২)।


শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর ফ্রাকশনেশন প্ল্যান্ট এর কাছে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, একটি তেলবাহী লরি রশিদপুর ফ্রাকশনেশন প্ল্যান্টের কাছে মোড় নিচ্ছিল। এ সময় বাহুবল থেকে শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক নুরুল হকের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যাত্রী বাচ্চু মিয়াকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাহুবল উপজেলার সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License