উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সরকারকে সহযোগিতা করুন : শিক্ষামন্ত্রী
বিয়ানীবাজার প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিরোধীদলকে হরতাল ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহার করে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিকেলে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে তিনতলা বিশিষ্ট বাগবাড়ি মডেল (এসইএসডিপি) উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, সংবিধান মেনে সংলাপের মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগুচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন, শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পয়লা জানুয়ারি বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে সরকার অনন্য রেকর্ড গড়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে জাতীয় উন্নয়নের পাশাপাশি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন হয়েছে।
তিনি অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে আবারো নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, সিলেটের এলজিইডি প্রকৌশলী আনিছ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান ও শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ আলী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্বাছ উদ্দিন।
No comments:
Post a Comment