নবীগঞ্জের ইনাতগঞ্জে তদন্ত কমিটির আসার খবর পেয়েই ভুয়া ডাক্তারের পলায়ন
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ভূয়া এমবিবিএস ডিগ্রিধারী মিজানুর রহমান আব্দুল্লাহ চিকিৎসার নামে মানুষকে দীর্ঘদিন ধরে প্রতারণা করছিলেন। এই প্রতারণার বিরুদ্ধে এলাকাবাসী জেলা সিভিল সার্জনের কাছে অভিযোগ দিলে শনিবার ১৬ নভেম্বর স্বাস্থ্য বিভাগের একটি তদন্ত কমিটি ইনাতগঞ্জ আসে; কিন্তু মিজানুর রহমান আব্দুল্লাহ তদন্ত কমিটির সামনে উপস্থিত না হয়ে পালিয়ে গেছেন।
ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের আলাউদ্দিন ও স্বস্তিপুর গ্রামের নেপাল সরকার হবিগঞ্জের সিভিল সার্জন বরাবরে অভিযোগটি দায়ের করেন। এতে তারা বলেন, মিজানুর রহমান আব্দুল্লাহ দীর্ঘদিন যাবৎ ইনাতগঞ্জ বাজারে এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও চিকিৎসা ব্যবস্থাপত্রে এমবিবিএস ডিগ্রি উল্লেখ করে রোগীদের চিকিৎসা করছেন। তিনি তার প্যাডে রেজেস্ট্রেশন নম্বর কখনো ২৪৯৫৩ আবার কখনো ৫৪৯৫৩ লিখে থাকেন, যা সম্পূর্ণ ভূয়া। এভাবে তিনি মানুষকে প্রতারণা করছেন।
অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন নবীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অর্ধেন্দু দেবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান ১০ নভেম্বর ১/১৩/২৭১৯/১ নম্বর স্মারকে ১৬ নভেম্বর ইনাতগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সার্টিফিকেট নিয়ে তদন্ত কমিটির সামনে উপস্থিত থাকার জন্যে মিজানুর রহমান আব্দুল্লাহকে নোটিশ দেন; কিন্তু নোটিশ প্রাপ্তির পরপরই ভূয়া এমবিবিএস ডাক্তার গা ঢাকা দেন। তাই তদন্ত কমিটি নির্ধারিত দিনক্ষণে ইনাতগঞ্জ এলেও মিজানুর রহমান আব্দুল্লাহর দেখা পায়নি।
No comments:
Post a Comment