ছড়াসাহিত্যিক সুফিয়ান আহমদ চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করলো ছড়া নিকেতন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের যে কজন সাহিত্যিক দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছেন তাদের অন্যতম একজন সুফিয়ান আহমদ চৌধুরী। সুদূর আমেরিকার নিউইয়র্কে শত ব্যস্ততাকে পিছু ফেলে সমানতালে তিনি লিখে যাচ্ছেন মা, মাটি ও দেশকে নিয়ে। তার মতো প্রবাসে থেকেও যারা মা, মাটি ও দেশকে হৃদয়ে ধরে রাখছেন তাদের প্রত্যেককে যথাযথ সম্মান জানাতে হবে।
শুক্রবার ১৫ নভেম্বর বিকেল ৪টায় ব্যতিক্রম ধারার ছড়াসাহিত্য সংগঠন ছড়া নিকেতন, সিলেট ও ছড়াসাহিত্যের ছোটকাগজ ছন্দালাপ আয়োজিত বিশিষ্ট ছড়াসাহিত্যিক ও সংগঠক, স্বদেশ ফোরাম, নিউইয়র্কের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান ও ছড়াসাহিত্য আড্ডায় বক্তারা এ কথা বলেন।
মহানগরীর জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাসে ছড়া নিকেতন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক বিধুভূষণ ভট্টাচার্যের সভাপতিত্বে ও পরিচালক সাইমূম ইভানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব-সাংবাদিক আল-আজাদ। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম। সম্মাননা গ্রহণ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুফিয়ান আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ছড়া নিকেতন, সিলেটের প্রতিষ্ঠাতা ও ছড়াসাহিত্যের ছোটকাগজ ছন্দালাপ সম্পাদক বশির আহমদ জুয়েল।
No comments:
Post a Comment