সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে আন্দোলন বানচাল করতে চায়। মন্ত্রীদের পদত্যাগ নাটক করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার ষড়যন্ত্রের বিস্তার করছে। তত্ত¡াবধায়ক সরকারের দাবীতে রাজপথে দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফ‚র্ত আন্দোলন দিন দিন আরো বেগবান হচ্ছে। ৩য় দফায় টানা ৪ দিনের ৩ দিন নজিরবিহীন হরতাল পালন করে জনগণ আওয়ামীলীগ সরকারকে অবৈধ বলে প্রমাণ করেছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে কোন টালবাহানা না করে তত্ত¡াবধায়ক সরকার পুনর্বহাল করে পদত্যাগ করুন। না হয় দেশে উদ্ভুত যে কোন অনাকাংখিত পরিস্থিতির দায় ভার সরকারকে বহন করতে হবে। ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে না হঠিয়ে জনতার আন্দোলন থামবে না।
মঙ্গলবার ১৮ দলীয় জোট কেন্দ্র আহুত টানা ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিনে হরতাল চলাকালে নগরীর সবক’টি পয়েন্টে পিকেটিং ও মিছিল পরবর্তী পৃথক সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। পৃথক পৃথক মিছিল পরবর্তী সমাবেশ সমূহে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও মোঃ শাহজাহান আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতি আলী হায়দার, আব্দুলাহ আল মুনিম, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মশাহিদ আলী, ক্বারী আলাউদ্দিন, শামীম আহমদ ও মাওলানা মাহমুদুর রহমান দিলোয়ার প্রমুখ।
নেতৃবৃন্দ গত ৩ দিনের ন্যায় বুধবারও সর্বাত্মক হরতাল পালনের জন্য পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সিলেটবাসীর প্রতি আহবান জানান। তারা বলেন, খুন, গুম, হত্যা, নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারী সরকার পার পায়নি। এই ফ্যাসিবাদী আওয়ামী সরকারেরও শেষ রক্ষা হবে না। সরকারের পতনের দাবীতে দেশে সকল শ্রেণী পেশার মানুষ ১৮ দলীয় জোট আহুত সকল কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। আওয়ামীলীগকে জনগণের ভাষা বুঝেই পদত্যাগ করতে হবে। না হয় জনগণ আওয়ামীলীগের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
No comments:
Post a Comment