গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ : এলাকাবাসীর মান-সম্মান ক্ষুন্ন করিনি
গোলাপগঞ্জ প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আপনাদের ভোটে আমি সংসদ সদস্য হয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সম্মান দেখিয়ে আমাকে মন্ত্রী করেছিলেন। আমি মন্ত্রী হয়ে এলাকার মানুষের মান-সম্মান ক্ষুন্ন করিনি। আমি দেশের যেখানে যাই সেখানে লোকজন আমাকে দেখিয়ে বলে, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সন্তান। আমি তৃপ্ত হয়ে যাই মানুষ যখন আমার এলাকার নাম গর্বভরে উচ্চারণ করে।
তিনি আরো বলেছেন, আমি শুধু এলাকায় নয়-সারা দেশে শিক্ষাক্ষেত্রে কাজ করতে পেরেছি। বিশেষ করে গত ৫ বছরে সিলেট শিক্ষাক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট চাই। সার্বিক উন্নয়নের জন্য আবার আওয়ামী লীগকে জয়ী করলে পুরো দেশে উন্নয়নের পাশাপাশি সিলেটেও উন্নয়নের বিপ্লব ঘটবে। এছাড়া আগামী নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করলে সিলেটকে 'শিক্ষানগরী' হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবো।
মঙ্গলবার ১২ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে প্রায় ৪কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী বক্তব্য রাখছিলেন।
এসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, আওয়ামী লীগ নেতা গৌছ মিয়া, মানিক মিয়া, সৈয়দ মিছবাহ উদ্দিন, আলী আকবর ফখর, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ আহমদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্বাছ উদ্দিন প্রমুখ।
No comments:
Post a Comment