গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবী জানানো হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, কবির আহমদ মুসন, যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, চেয়ারম্যান লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ বাদল, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন চুন্নু, মিজানুর রহমান চৌধুরী রিংকু, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদির, গোলাপগঞ্জ ইউনিয়ন সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, ফুলবাড়ী ইউনিয়ন সভাপতি মখলিছুর রহমান, ল²ীপাশা ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম মছলু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন সভাপতি এবিএম ছদরুল উলা চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব ময়নুল হক, আমুড়া ইউনিয়ন সভাপতি মইন উদ্দিন, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, লুৎফুর রহমান, জগলুল আহমদ চৌধুরী, শাহাব উদ্দিন আহমদ, আব্দুল গনি প্রমুখ।
এদিকে, প্রাপ্ত সংবাদে জানা যায় সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী এলাকায় ইতিমধ্যে বতর্মান সংসদ সদস্য, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা শিক্ষামন্ত্রী নুরুল নাহিদ ছাড়াও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আফছার খান ছাদেক, লন্ডন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু।
No comments:
Post a Comment