গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পৰে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
শনিবার দুপুর ১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার পৰে মনোনয়ন পত্র জমা দানকালে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বিগত প্রায় ১৭ বছর থেকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের পৰ থেকে সমর্থন জ্ঞাপন করা হয়।
এড. ইকবাল চৌধুরী সিলেট-৬ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন
Saturday, November 16, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment