সিলেট বিভাগে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেউ কেউ মুখ খুলছেন না। তবে বিভিন্ন সূত্র থেকে ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম জানা গেছে।
সিলেট-১ : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ।
সিলেট-২ : বর্তমান সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরী।
সিলেট-৩ : বর্তমান সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু জাহেদ ও যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান।
সিলেট-৪ : বর্তমান সাংসদ ইমরান আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
সিলেট-৫ : কৃষক লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এম. এ মোমিন চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোশতাক আহমদ।
সিলেট-৬ : বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও যুক্তরাজ্য প্রবাসী আখতার খান জাহেদ।
No comments:
Post a Comment