ক্ষমতাসীন আ’লীগ সরকারকে বিতাড়িত করতে সব পেশাজীবীকে মাঠে নামতে হবে – ব্যারিস্টার সালাম

Wednesday, November 13, 2013

১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল কোর্ট প্রাঙ্গন প্রদক্ষিণ করে সুপ্রীম কোর্ট বার সমিতির দক্ষিণ হলে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সুপ্রীম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র এ্য্যডভোকেট জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে সমাবেশে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বি.এন.পির সাবেক সাধারন সম্পাদক ্ও ল’ইয়ার্স ভয়েস ইন্টারন্যাশলান এর চেয়ারম্যান ব্যারিস্টার এম.এ.সালাম।

আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট নিতাই রায় চৌধরী, এডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, সুপ্রীম কোর্ট বারের সহ-সভাপতি এডভোকেট শাহাজাদা, সুপ্রীম কোর্ট বারের আইনজীবী ফোরামের যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট জামিল আক্তার এলাহী, সাংগঠনিক সস্পাদক এডভোকেট শেখ তানাসিন আলী, ব্যারিস্টার মামুন সরকার, এডভোকেট আরিফা জেসমিনসহ শতাধিক সুপ্রীম কোর্টের আইনজীবি।

এডভোকেট কামরুল ইসলাম সজল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগ সরকার তাদের বৈধতার মেয়াদ শেষে এখন্ও ক্ষমতায় বহাল। সারাদেশের মানুষ নিদলীয় তত্ত¡াবধায়ক সরকার ব্যসস্থ্যা কায়েমে ৮৪ ঘন্টার সফল হরতাল করছে। তব্ওু তাদের ক্ষমতার লালসা শেষ হচ্ছেনা বরং বাকশালী কায়দায় গ্রেফতার নির্যাতনের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এ সরকারের পতন না হ্ওয়া পর্যন্ত সকল পেশাজীবী জনতা ঘরে ফিরে যাবে না।

প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারকে আমরা এ বার্তা পৌঁছে দিতে চাই যে সরকারি বাহিনী দিয়ে বেশী দিন টিকে থাকা যাবে না। সকল স্বৈরাচার ও বাকশালে পতন দেখতে জনগন এখন অপেক্ষা করছে।

প্রধান বক্তা ব্যারিস্টার এমএ সালাম তার বক্তব্যে বলেন, সরকারের মন্ত্রী পরিষদ একযোগে পদত্যাগ করেছে। সংবিধানের ৫৮(১) ধারা অনুযায়ী পদত্যাগের সাথে সাথেই তাদের পদ শূণ্য হয়ে গেছে। অথচ তারা সংবিধানকে লংঘন করে সরকারি সকল সুযোগ সুবিধা তারা ভোগ করছেন। তাদের হাতে ক্ষতবিক্ষত বর্তমান সংবিধান নিজেরাই মানছেন না। তিনি বলেন, মহাজোট সরকারকে বিতাড়িত করতে সকল পেশাজীবী স¤প্রদায়কে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License