আমাদের সিলেট ডটকম:
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় আজ বিকেল ৩টা পর্যন্ত কোন মামলা হয়নি। নিহত দুজনের ময়না তদন্ত শেষে মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারও করেনি পুলিশ। হত্যাকান্ডে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালাসহ কেউ গ্রেফতার না হওয়ায় এলাকায় চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। তবে, কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন জানিয়েছেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কোম্পানীগঞ্জ গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা ও তার ভাতিজা আওয়ামী লীগ নেতা আব্দুল আলীর পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হন। আহত হন আরো কমপক্ষে ২০ জন। গুলিবিদ্ধ ৭ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আজ বিকেল ৩ টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন জানিয়েছেন, নিহতদের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, ময়না তদন্তসহ অন্যান্য কাজে ব্যস্ত থাকায় তারা মামলা দিতে পারেননি। তবে, রাতেই তারা থানায় এজাহার দায়ের করবেন বলে জানিয়েছেন।
ওসি জানান, আসামীদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়েছে। তবে, আসামীরা আত্মগোপন করায় তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে, হত্যাকান্ডে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালাসহ কেউ গ্রেফতার না হওয়ায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ক্ষোভ বিরাজ করছে নিহতদের স্বজনদের মাঝে।
এদিকে, নিহত ফরমুজ আলী (৬০) ও রুহুল আমীন (৩০) এর ময়না তদন্ত হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে। দুপুর ১টার দিকে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা হয়নি,গ্রেফতারও হয়নি কেউ : এলাকায় উত্তেজনা-ক্ষোভ
Tuesday, November 12, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment