আমাদের সিলেট ডটকম:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমানে আমি উভয় সংকটে আছি। মহাজোটে থেকে নির্বাচনে গেলে লোকজন আমাকে দালাল বলবে। আর না করলে কি হবে তা কারো জানা নেই।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যদি নির্বাচন করি এই অত্যাচারী আওয়ামী লীগকে সমর্থন দেয়ার জন্য, তাহলে মানুষ বলবে আমি বেঈমান। আমি বেঈমান হয়ে মরতে চাই না। আর নির্বাচন না করলে দেশ কোন দিকে যায় তা অনিশ্চিত।
এরশাদ বলেন, একটাই উপায় নির্বাচনের মাধ্যমে এই দুর্নীতিপরায়ণ সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে জাতি অন্ধকারে যাক এমন কোন কাজ আমি করবো না।
তিনি বলেন, আমি একটা জোট করতে চেয়েছিলাম। জোট হয়তো করবো। তা অচিরেই ঘোষণা করবো।
সরকারের উদ্দেশ্যে এরশাদ বলেন, রাতের অন্ধকারে নির্মমভাবে মানুষ হত্যা করেছেন। পরে রাস্তা ধুয়ে মুছে পরিষ্কার করেছেন। আমরা সব জানি। এ জাতির মনতো ধুয়ে মুছে দিতে পারেন নি।
সম্মেলনে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন রেজাউল ইসলাম ভুইয়া এবং সেক্রেটারি নির্বাচিত হন বেলাল হোসেন। ভোটের মাধ্যমে কমিটির নির্বাচনের কথা থাকলেও এরশাদ সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন, মীর আব্দুস সবুর আসুদ, এসএম ফয়সাল চিশতী প্রমুখ।
No comments:
Post a Comment