গোলাপগঞ্জে জামায়াত কর্মীকে ১৮ দলের নিন্দা

Monday, November 11, 2013

গোলাপগঞ্জ থেকে আটক জামায়াত কর্মী মোস্তাক আহমদকে পুলিশ হেফাজতে নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১৮ দলীয় জোট সিলেট জেলার নেতারা।এক যুক্ত বিবৃতিতে ১৮ দলীয় জোট সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহŸায়ক ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব আলী, সিলেট জেলা জাগপা সভাপতি মকসুদ হোসেন, জেলা মুসলীম লীগ সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন রকিব, লেবার পার্টি সিলেট জেলা সভাপতি মো. সুরুজ আলী এবং জোটের সদস্য সচিব ও জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।


বিবৃতিতে জোট নেতারা জানান, গত ৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোস্তাক আহমদকে বৈটিকর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে এলে ওসি রফিকুল হোসেন তার উপর অকথ্য নির্যাতন চালায়। নির্যাতনে মোস্তাকের অবস্থা সংকটাপন্ন হলে মুমূর্ষূ অবস্থায় তাকে কোনো প্রকার রেকর্ড ছাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরদিন আদালতে প্রেরণ করা হয়। জোট নেতারা অবিলম্বে লোমহর্ষক এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান। -বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License