অত্যাধুনিক প্রযুক্তির এমো মেশিনসহ আধুনিক ছাপাখানার যাবতীয় উপকরণ নিয়ে নতুন পরিসরে যাত্রা শুর্ব করেছে সিলেটের অন্যতম শীর্ষ প্রিন্টিং প্রতিষ্ঠান সিলগ্রাফ প্রিন্টার্স।
গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার নগরীর তালতলায় সিলগ্রাফের ৮ম বর্ষে পদার্পন উপলৰে নতুন এমো মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলৰে খতমে কোরআন, দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলগ্রাফ প্রিন্টার্সের স্বত্বাধিকারী শাহ মোহাম্মদ বদর্বজ্জামান বদর্বলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপসি’ত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বারের সাবেক সিয়ির সহ সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এটিএম শুয়েব, এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর রহমান, এনামুল কুদ্দুস চৌধুরী, আমির্বজ্জামান চৌধুরী, হজ্ব এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সহ সভাপতি আজহার্বল কবির চৌধুরী সাজু, দৈনিক সিলেটের ডাক-এর ডেপুটি চীফ রিপোর্টার এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ তারেক, নজর্বল ইসলাম, কামাল আহমদ, সাব্বির আহমদ, শাহ মোহাম্মদ মুজিবুর রহমান, শাহ মোহাম্মদ লুৎফুর রহমান, শামীম আহমদ, মনজুর আহমদ, কসমিক ডট্স-এর পরিচালক মোহাম্মদ জহির্বল ইসলাম, রসমেলা ফুডস-এর পরিচালক শাহ মোহাম্মদ ছদর্বজ্জামান ছদর্বল, বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে এফবিসিসিআই’র পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দিন আলী আহমেদ বলেন, আলৱাহ তায়ালা ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। আর তাই সৎ ব্যবসায়ীরা দুনিয়া ও আখেরাতের জীবনে মর্যাদার অধিকারী। তিনি বলেন, ছাপাখানা প্রেসের ব্যবসা ও গ্রাফিক্স ডিজাইনের ৰেত্রে সিলেটের প্রতিষ্ঠানগুলো জাতীয় মানের ব্যবসা করে যাচ্ছে। সিলেট থেকে যে কোন বিশ্বমানের ছাপা এখন সম্ভব। এটি সিলেটের ব্যবসায়ীদের জন্য একটি সেরা অর্জন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কুদরত উলৱাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন। ইমাম সমিতি, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এহসান উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবসহ বিশিষ্ট আলেমরা এ সময় উপসি’ত ছিলেন।
৮ম বর্ষে নতুন আঙ্গিকে যাত্রা শুর্ব করেছে সিলগ্রাফ প্রিন্টার্স
Saturday, November 16, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment