নতুন বার্তা,ঢাকা: বাংলাদেশে কথিত ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ও বিকাশের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ”আনফোল্ডিং দ্যা ট্রুথ; আওয়ামী লীগ’স পলিটিক্যাল কার্ড অব ইসলামিক টেরোরিজম” শিরোনামে একটি ডকুমেন্টারি নির্মিত হয়েছে। এই ডকুমেন্টারিটি এরইমধ্যে বিএনপি’র পক্ষ থেকে ঢাকায় সকল বিদেশী কুটনীতিকদের হাতে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও ডকুমেন্টারিটি বিদেশের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী এমপি ও বিশিষ্টজনদের কাছে পৌছে দেয়া হয়েছে বলে
বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্বস্তসূত্র জানিয়েছে। ‘সময়ের সাক্ষী’ নামে একটি সংগঠন এই ডকুমেন্টারিটি তৈরি করেছে।
প্রায় ২২ মিনিটের এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে, কিভাবে আওয়ামী লীগের হাত ধরেই দেশে কথিত জঙ্গিবাদের উত্থান হয়েছে। ডকুমেন্টারিতে দাবি করা হয়, বাংলাদেশে কথিত ধর্মীয় জঙ্গিবাদের জন্ম, বিকাশ ও প্রচার ও প্রসার হোয়েছে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়। নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ এবং দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা আড়াল করতেই তারা জঙ্গিবাদ ইস্যুটি সবসময় রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে।
এতে আরো বলা হয়, বিএনপি সরকারকে বিব্রত করতে আওয়ামী যুবলীগের নেতা মীর্জা আজমের আপন ভগ্নিপতি শায়খ আব্দুর রহমানকে দিয়ে আওয়ামী লীগই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটায়। কিন্তু বিএনপি শায়খ আব্দুর রহমান এবং তার সঙ্গীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করে কথিত জঙ্গিবাদের উত্থান গোড়াতেই বিনষ্ট করে দেয়। এতে সে সময় আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে যায়। এবারো আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে একই কৌশল নিয়েছে।
সময়েরসাক্ষীডটকম www.shomoyershakkhi.com নামে ওয়েবসাইটেও এই ডকুমেন্টারিটি প্রকাশ করা হয়েছে। এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখা যায়, এতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দূর্নীতি সম্পর্কে প্রমাণসহ ধারাবাহিক তথ্য প্রকাশেরও ঘোষণা দেয়া হয়েছে।
No comments:
Post a Comment