ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত ২ আহত ২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ পাথর কোয়ারিত আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, পাথর কোয়ারিতে চাঁদাবাজির উদ্দেশ্যে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালা মিয়ার সাথে পাথর কোয়ারির বর্তমান ইজারাদার আব্দুল আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সোমবার ১১ নভেম্বর সকালে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে আব্দুল আলীর একটি পেলোডার মেশিনে ভাংচুর চালায় কালা মিয়ার লোকজন। খবর পেয়ে আব্দুল আলী তার লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে উভয়পক্ষ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালের সামনের রাস্তায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ২০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আব্দুল আলী গ্রুপের নূরুল আমিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হুরমুজ আলী নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করে কালা মিয়া গ্রুপ। উপজেলা হাসপাতালে নেয়ার পথে আহত তিনি মারা যান।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। সিলেট থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
No comments:
Post a Comment