নাশকতার আশংকায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। স¤প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কিছু নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ গ্যাস ফিল্ড, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। উপজেলার মানিকপুরে অবস্থিত হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মোঃ মতিউর রহমান অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে পুলিশ চেয়ে সহযোগিতা চান। এর একটি অনুলিপি সোমবার মাধবপুর থানা পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। স¤প্রতি বিভিন্ন স্থানে নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের নিরাপত্তা জোরদার করা হয়। গ্যাস ক্ষেত্রের নিজস্ব নিরাপত্তা পাশাপাশি আনসার সদস্য থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশের টহল জোরদার করতে আবেদন জানানো হয়। জানা যায়, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের গ্যাস ক্ষেত্রের মাধবপুর মানিকপুর ও রঘুনন্দন পাহাড়ে অবস্থিত ৭টি কূপ থেকে দৈনিক ২শ ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়। এছাড়া শাহজীবাজার বিদু্যুৎ উৎপাদন কেন্দ্র নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সূত্র জানিয়েছে।
মাধবপুরে গ্যাস ফিল্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা নিরাপত্তা জোরদার
Tuesday, November 12, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment