সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিলেন মোমিন চৌধুরী
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিক্ষানুরাগী, সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য আব্দুল মোমিন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শনিবার ১৬ নভেম্বর বিকেল ৪টায় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
আব্দুল মোমিন চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। ইতোপূর্বে তিনি ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পদে দেশে ও বিদেশে দায়িত্ব পালন করেছেন। তিনি মোহনা টেলিভিশনের অন্যতম পরিচালক। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বহু মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠাসহ প্রায় সব মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বেসরকারি কলেজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে দীর্ঘ ২৫ বছর ধরে তিনি পৃষ্ঠপোষকতা করে আসছেন। ইতোমধ্যে অরাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম তাকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে।
তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দের সর্বোচ্চ সমর্থন পেলেও দলের হাই কমান্ডের নির্দেশে নির্বাচনে অংশগ্রহণ করেননি। গত ৫ বছরে স্থানীয় ও জেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট ও মৌলভীবাজার সফর, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সিলেট সফরকে সফল করতেও গুরুত্বপূর্ণ আবদান রাখেন।
আব্দুল মোমিন চৌধুরী সিলেট-৫ আসনভুক্ত এলাকাবাসীসহ সিলেটবাসীর কাছে দোয়া ও আার্শীবাদ প্রার্থনা করেছেন।
No comments:
Post a Comment