সরকার নিজের পাতানো ফাঁদে পা দিয়েছে : বিক্ষোভ সমাবেশে আরিফুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার তার নিজের পাতানো ফাঁদে পা দিয়েছে। এই ফাঁদ থেকে বের হবার উপায় নাই। সংবিধান অনুযায়ী মন্ত্রীরা পদত্যাগ করলেই মন্ত্রীত্ব চলে যায়। অথচ পদত্যাগপত্র জমা দিয়েও মন্ত্রীরা দায়িত্ব পালন করছেন।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং দেশব্যাপী ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেলে আটক রাখা ও গুম-খুনের প্রতিবাদে বিএনপি-জামাতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ১৬ নভেম্বর বিকেলে ১৮ দলীয় জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মহানগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজাহান আলীর যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জামায়াতে ইসলামীর জেলা উত্তর সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, মহানগর নায়েবে আমির, হাফিজ আব্দুল হাই হারুন, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মুফতি ফজলুল হক জালালাবাদী, খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি আব্দুল হান্নান তাফাদার প্রমুখ।
No comments:
Post a Comment