যুদ্ধাপরাধী মঈনুদ্দিন ও জামায়াতে ইসলামী উগ্রবাদী : ইন্টারফেইথ নেটওয়ার্কের রিপোর্ট
মতিয়ার চৌধুরী, লন্ডন : ব্রিটেনে বসবাসরত 'মুসলিম লিডার' হিসেবে পরিচিত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদিন, জামায়াতে ইসলামী, যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন দাওয়াতুল ইসলাম, ইসলামিক ফোরাম অব ইউরোপ (আইএফই) ও ইস্ট লন্ডন মসজিদ সম্পর্কে ইন্টারফেইথ ইন্ডাস্ট্রি নামে হাউস অব লর্ডসে অলফেইথ নেটওয়ার্ক (এএফএন) একটি রিপোর্ট প্রকাশ করেছে।
এই রিপোর্টে জামায়াতে ইসলামীকে একটি সন্ত্রাসী সংগঠন এবং ব্রিটেনের ইস্ট লন্ডন মসজিদকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর ইউরোপীয় সংস্করণ দাওয়াতুল ইসলাম ও ইসলামিক ফোরাম অব ইউরোপকে ব্রিটেনবাসীর জন্যে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১২ নভেম্বর রিপোর্টটি প্রকাশ করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের ফ্রিডম অব রিলিজিওনের ভাইস চেয়ারম্যান বরোনেস কক্স। এতে প্রধান আলোচকের বক্তব্যে গ্রেটস্টোন ইনস্টিটিউটের পরিচালক ও লেখক সাম ওয়েস্টট্রপ বলেন, ইসলামী উগ্রবাদ সরকার ও ইন্টারফেইথ সংগঠনগুলোর জন্যে একটি বড় চ্যালেঞ্জ। এই উগ্রপন্থী সংগঠনগুলোকে ইন্টারফেইথ ফোরামের অনেকেই দেখেও না দেখান ভান করেন। ইন্টারফেইথ সংগঠনগুলোর উচিত উগ্রপন্থীদের কার্যক্রমের মনিটরিং করা।
No comments:
Post a Comment