পদত্যাগের পর সরকারি সুবিধা নিয়ে মন্ত্রীরা সংবিধান পরিপন্থী কাজ করছেন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, বীর বিক্রম (অব) বলেছেন, মানুষ তাদের দাবি আদায়ে রাজপথে নেমেছে। অবশ্যই তারা সফলকাম হবে।
এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
এলডিপি প্রধান স্বতঃস্ফূর্তভাবে সারাদেশে হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানান এবং আগামীতে ১৮ দল ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ করেছেন।
বর্তমান মন্ত্রী পরিষদকে অবৈধ আখ্যা দিয়ে ড. অলি আহমদ বলেন, পদত্যাগ করার পরে কেউ আর মন্ত্রী থাকেনা। পদত্যাগের পর সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে পদত্যাগী মন্ত্রীরা সংবিধান পরিপন্থী কাজ করছেন।
দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল ২০১৩ কে সংবিধান পরিপন্থী উল্লেখ করে ড. অলি আহমদ বলেন, সংশোধিত আইনে বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা, কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কোন মামলা করতে পারবে না, যা সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থী। এক দেশে দুই আইন চলতে পারেনা।
No comments:
Post a Comment